ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরের হেলে পড়া ভবন সিলগালা করছে রাজউক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
মোহাম্মদপুরের হেলে পড়া ভবন সিলগালা করছে রাজউক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের হেলে পড়া চারতলা ভবনটি সিলগালা করে দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন রাজউকের অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম।

তিনি জানান, শুধু সিলগালা নয়, বুয়েট বিশেষজ্ঞদের খরব দেওয়া হয়েছে। তারা আসার পরেই ভবন ভাঙা, সংস্কার কিংবা থাকার সিদ্ধান্ত দেবে। এছাড়া কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন বাংলানিউজকে জানিয়েছিলেন, তাজমহল রোডের সি-ব্লকে ১৯/৪ নম্বর চারতলা ভবনটি হেলে পড়েছে।

ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত রয়েছেন। তারা ভবনের বাসিন্দাদের বের করে সিলগালায় সহায়তা করছেন।

ওই বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ঢাকা কলেজের শিক্ষার্থী মিঠুন কবির বাংলানিউজকে বলেন, তাদের বাড়িওয়ালার নাম স্বপন। তিনি এই বাসায় থাকেন না। এটি ভাড়া হিসেবে ব্যবহৃত হয়।

তিনি জানান, প্রতিটি তলায় ২টি ইউনিট এবং প্রতি ইউনিটে রুম সংখ্যা ৩টি।

এদিকে, পাশের বাড়ির মালিক ওবায়দুর ইসলাম বাংলানিউজকে বলেন, আগে তিন তলা ছিল এখন চারতলা করা হয়েছে। এ কারণে হয়ত চাপ পড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এনএইচএফ/এসজেএ/আইএ

** রাজধানীর মোহাম্মদপুরে চারতলা ভবন হেলে পড়েছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।