ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
যশোরে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

যশোর: যশোর শহরের একটি কার্যালয় থেকে বোমা তৈরির সরঞ্জাম ও লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের চিত্রা মোড়ে ওই কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে।



ওই কার্যালয়টি বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর শহর শাখার কার্যালয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় শুক্রবার রাতে বঙ্গবন্ধু সৈনিক লীগের শহর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান কাকনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার দুপুরে ওই কার্যালয়ে অভিযান চালিয়ে সাতটি লোহার রড, ১০টি কাঠের লাঠি ও বোমা তৈরির কাজে ব্যবহৃত জর্দার কৌটা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শহরের কাজীপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুর রহমান ওরফে কাকন শহরের গাড়িখানা এলাকায় একটি কক্ষ ভাড়া নিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সাইনবোর্ড টানিয়েছেন।

বাংলাদেশ সময় : ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫
এসআর

** যশোরে সন্ত্রাসী হামলায় চ্যানেল ২৪’র ২ কর্মী আহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।