ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শার্শায় ট্রাকের ধাক্কায় নছিমন চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
শার্শায় ট্রাকের ধাক্কায় নছিমন চালক নিহত ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলাধীন নাভরণ-সাতক্ষীরা সড়কে ট্রাক-নছিমন সংঘর্ষে  মশিয়ার রহমান (৩৫) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নছিমনের দুই যাত্রী জালাল উদ্দিন (৫৪) ও মর্জিনা খাতুন (৩৫)।



শনিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নাভরণ-সাতক্ষীরা সড়কের বাঁগআ‍চড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নছিমন চালক উপজেলার আমলা গ্রামের ইউছুপ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নছিমন চালক দুই যাত্রী নিয়ে নাভরণ বাজার থেকে বাঁগআচড়া বাজারের দিকে যাচ্ছিলেন। বাঁগআচড়া বাজারে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনে থাকা চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নছিমন চালক মারা যান। আহত দুই যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বুলবুল হোসেন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে শার্শা উপজেলাধীন মহাসড়কসহ গ্রামগঞ্জের রাস্তাগুলোতে ইঞ্জিনচালিত নছিমনের চলাচল বেড়ে যাওয়ায় দুর্ঘটনায় একের পর এক জীবন হারাচ্ছে মানুষ। গত ১২ দিনে শার্শাতে নছিমন সংঘর্ষে এ নিয়ে তিনজন নিহত হয়েছেন।

২৭ ডিসেম্বর নছিমনের ধাক্কায় নাভরণ বাজারে আরিফুর রহমান নামে দৈনিক বজ্রশক্তি প্রত্রিকার সাংবাদিক নিহত হন। ০১ জানুয়ারি শার্শা উপজেলার কাশিপুর সড়কে নতুন বছরে স্কুল থেকে বই নিয়ে ফেরার সময় নছিমন চাপায় সাথী (০৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।