ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আকবরিয়ার শ্রমিকদের কর্মবিরতি পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
বগুড়ায় আকবরিয়ার শ্রমিকদের কর্মবিরতি পালন ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বকেয়া বেতন পরিশোধ ও ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন বগুড়ার আকবরিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির শ্রমিকরা।

রোববার (১০ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের কবি নজরুল ইসলাম সড়কের থানা রোড ও বিসিক শিল্প নগরীতে অবস্থিত প্রতিষ্ঠানের কারখানায় এ কমসূচি পালন করেন তারা।

 

কর্মসূচিতে এ প্রতিষ্ঠানের প্রায় আট শতাধিক শ্রমিক ছাড়াও জেলা বেকারি অ্যান্ড কনফেকশনারি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপিত খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আহসান হাবিব ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাঙা, যুগ্ম সম্পাদক হাসান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবিব ফিরোজ বাংলানিউজকে জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি বেতন ভাতা বাড়াতে হবে। শ্রমিক নির্যাতন বন্ধ ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরদেরও অবিলম্বে গ্রেফতার করতে হবে।

শ্রমিকদের সব ধরনের সুযোগ-সুবিধা পুনরায় চালুরও দাবি জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।