ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ট্রাক শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, জানুয়ারি ১৩, ২০১৬
কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ট্রাক শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজলোর চন্দ্রা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ওই এলাকার সিপি ফিড বাংলাদেশ লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।



নিহতরা হলেন-উজ্জল (৩২) ও মাসুম (৩৫)।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অপূর্ব বল এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সিপি ফিড বাংলাদেশ লিমিটেডের মালামাল আনতে একটি ট্রাক কারখানার ভেতর ঢুকছিল।

এ সময় উপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে ট্রাকের উপরে থাকা শ্রমিক উজ্জল ও মাসুম জড়িয়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ  দু’টি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান অপূর্ব বল।

বাংলাদেশ সময়: ১২১২ ঘন্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ