ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ধানমন্ডিতে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে আবদুল হালিম পাপু (৬৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল লতিফ বাংলানিউজকে জানান, ধানমন্ডির ৯ নাম্বার রোডের এ ব্লকের ১৩২ নাম্বার বাড়ির ৫ম তলা থেকে পাপুর মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ ময়না তদন্তের জন্য  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন  হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। অস্ত্রটি জব্দ  করা হয়েছে।

পাপু অনেক দিন ধরে  ক্যানসার  রোগে ভুগছিলেন। এই কারণে আজ রাতে নিজের টুটুবোর পিস্তল দিয়ে আত্নহত্যা করেন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এজেডএস/আরআইএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।