ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
যশোরে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

যশোর: যশোরের বেনাপোলে সাজ্জাদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার  (২৭ অক্টোবর) রাতে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাজ্জাদ বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাজ্জাদ শার্শা উপজেলার বাড়আঁচড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে ও বেনাপোল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ওহিদুজ্জামান আজাদ বাংলানিউজকে জানান, সাজ্জাদের পিঠ ও  শরীরে ২০টি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আহতের মামা পলাশ হোসেন জানান, সাজ্জাদ বেনাপোল বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে ৫/৬ জন সন্ত্রাসী তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে সাজ্জাদকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ইউজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।