ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালালে ২৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
শাহজালালে ২৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ২৫০ কার্টন (৫০,০০০ শলাকা) বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে দুবাই ফেরত যাত্রী মোহাম্মদ শুয়াইব উদ্দিনেরর কাছ থেকে এগুলো আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে জানান, শুয়াইব দুবাই থেকে কাতার হয়ে QR 636 ফ্লাইটে করে ঢাকায় আসেন। এরপর তার সঙ্গে থাকা দু’টি লাগেজ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়। আটককৃত সিগারেটগুলো আমেরিকান সুপার স্লিম ব্র্যান্ডের। যার বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।  

শুয়াইবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।