ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়ার ওসির অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আখাউড়ার ওসির অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদারের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) পুনঃনির্বাচনের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীরা।

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ইউপি পুন‍ঃনির্বাচনের আগে ওসি মোশাররফ হোসেন তরফদারের অপসারণ দাবি করেন বিএনপি মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিয়ন্দ ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রবি উল্লাহ ভূঁইয়া বলেন, গত ৭ মে চতুর্থ দফার নির্বাচনের সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কামাল ভূঁইয়ার সমর্থকরা ভোট কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাই করেন।

সে সময় থানার ওসি মোশাররফ হোসেন তরফদার আওয়ামী লীগ প্রার্থী ও তার লোকজনকে কেন্দ্র দখল করে অবাধে সিল মারতে সহায়তা করেন।
 
সংবাদ সম্মেলনে একই অভিযোগ করেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ খান।

ওই ঘটনার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে নির্বাচন কমিশন সচিবালয় তদন্তের ব্যবস্থা করে। তদন্তে সত্যতা পাওয়ায় কমিশন নির্বাচন বাতিল করে ৩১ অক্টোবর পুনঃনির্বাচনের তারিখ নির্ধারণ করে।

সংবাদ সম্মেলনে দুই প্রার্থী অভিযোগ করেন, পক্ষপাতদুষ্ট এই ওসির অধীনে পুন‍ঃ ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তাই তারা ওসির অপসারণ চান।

এছাড়া ভোটগ্রহণের দিন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব-বিজিবিসহ প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আলী আজম চৌধুরী, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন,  সাংগঠনিক সম্পাদক মন্তাজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুনুর রশিদ ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি আল-আমিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।