ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আমিনুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
 
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ওই সীমান্তে ধানখেতে কাজ করার সময় বিএসএফ এলাপাতাড়ি রাবার বুলেট ছুড়লে আহত হন আমিনুল।

সকাল ১১টার দিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার উত্তর অনন্তপুর সীমান্তের ৯৪৭ নং আন্তর্জাতিক সীমানা মেইন পিলারের কাছে ধানখেতে কাজ করছিলেন আমিনুলসহ কয়েকজন।

এসময় ভারতীয় ৪২ নং ব্যাটালিয়নের অধীনে থরাইখানা চৌধুরীর হাট ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আমিনুল ইসলাম পিঠে গুলিবিদ্ধ হয়। আহত আমিনুল ইসলাম উত্তর অনন্তপুর এলাকার আশরাফ আলীর ছেলে।

কুড়িগ্রামের ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠক হলে বিষয়টির বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।