ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি

ঢাকা: ‘ন্যায্যমূল্য চাই’- শিরোনামে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।  

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় প্রেসক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত ৠালি ও সমাবেশ থেকে এ দাবি তুলে ধরা হয়।

এতে জার্মান ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদলের নেতারা সংহতি জানান।

সমাবেশ ও ৠালিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক।
 
তিনি বলেন, গার্মেন্টস বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প যা, রপ্তানির ৮২ শতাংশ পূরণ করে। অথচ শ্রমিকরা ন্যায্যমূল্য পান না। চীন তো দূরের কথা কম্বোডিয়ায় নূন্যতম মজুরি ১৪০ ডলার। আর সেখানে বাংলাদেশের শ্রমিক পান মাত্র ৬৮ ডলার। ফলে তারা শ্রমের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

জার্মান ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদলের পক্ষে স্টেফানি ক্যাথরিন বলেন, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মজুরি আসলেই অত্যন্ত কম। গার্মেন্টস শ্রমিকদের লিভিং ওয়েজ নিশ্চিত করার জন্য প্রয়োজনে মূল্য বৃদ্ধি করতে হবে।  

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক দলের প্রতিনিধি দল, ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভিন, সহ সভাপতি ফারুক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামালসহ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।