ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আনন্দময়ী কালী মন্দিরের দ্বার উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
লক্ষ্মীপুরে আনন্দময়ী কালী মন্দিরের দ্বার উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির পুনঃপ্রতিষ্ঠার দ্বার উন্মোচন কর‍া হয়েছে।

 

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শহরের আনন্দময়ী কালী বাড়িতে মন্দিরের দ্বার উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।

 

এতে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহা ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ।
 
এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, রামকৃষ্ণ মিশন (ঢাকা) স্বামী স্থিরাত্মানন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জহর লাল ভৌমিক, সাধারণ সম্পাদক শংকর মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক ও ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা সভাপতি শিমুল সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।