ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জুরাইনে বাবাকে খুন করা মাদকাসক্ত ছেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
জুরাইনে বাবাকে খুন করা মাদকাসক্ত ছেলে আটক

ঢাকা: রাজধানীর জুরাইনের কবরস্থান এলাকায় মোহর আলীকে (৬০) কুপিয়ে খুন করা তার মাদকাসক্ত ছেলে সুমনকে (২৮) আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বাংলানিউজকে জানান, বাবাকে খুন করার দায়ে অভিযুক্ত ছেলে সুমনকে আটক করা হয়েছে।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ওই এলাকার নোয়াখালী পট্টির শিশু কবরস্থান সংলগ্ন ৩৩৩/৩ নং বাসার দোতলায় এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী আমেনা বেগম জানান, তাদের ছেলে সুমন (২৮) মাদকাসক্ত। চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে তিনদিন আগে তিনি দেশে আসেন। তারপর আবার তিনি মাদকে জড়িয়ে পড়েন।

শনিবার বিকেলে মাদক কিনতে টাকা চাওয়ায় বাবার সাথে ঝগড়া হয় সুমনের। কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।

এরপর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে মোহর আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
পিএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।