ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিষখালী নদীতে সাড়ে ৯ লাখ টাকার কারেন্টজাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বিষখালী নদীতে সাড়ে ৯ লাখ টাকার কারেন্টজাল জব্দ

বরগুনা: বরগুনার বেতাগীর বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২২ কেজি ইলিশ ও  ৯ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ৪৭ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

রোববার (৩০ অক্টোবর) সকালে নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।


 
মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে অবৈধ কারেন্টজাল দিয়ে মাছ শিকার করছিলেন। এ খবরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম মাহমুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, উপজেলা  মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম বদরুজ্জামান উপস্থিত ছিলেন।

পরে জব্দকৃত জাল জনসম্মুখে দুপুরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ইলিশ বেতাগী সালেহিয়া সিনিয়র মাদ্রাসায় এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।