ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সাটুরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা সেমিনার

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সেমিনার অনু‌ষ্ঠিত হয়েছে।
 
সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৩০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেমিনার হয়।

এ সেমিনারে উপজেলা পর্যায়ে ভূমিকম্প ও নদীভাঙন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য উপস্থাপন করা হয়।

উপজেলার হল রুমে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মুর্তজা মাসুম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বসির উদ্দিন ঠাণ্ডু। বিশেষ অতিথি ছিলেন-দরগ্রাম সরকারি বিশ্ব‌বিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার ও উপজেলা পরিষদের ম‌হিলা ভাইস চেয়ারম্যান বদরুন্নেছা ঝিনুক।

এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।