ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে বাস চাপায় পোশাক কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
না.গঞ্জে বাস চাপায় পোশাক কর্মকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শীতলক্ষ্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় মতিউর রহমান (৪০) নামের এক গার্মেন্ট কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে চাষাঢ়ায় সেন্ট্রাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মতিউর কুমিল্লার হোমনা এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি গাজীপুর টঙ্গী এলাকার একটি তৈরি পোশাক কারখানার সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় চড়ে চাষাঢ়া থেকে খানপুরের দিকে যাচ্ছিলেন মতিউর। এ সময় পেছন থেকে শীতলক্ষ্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে চাপা দেয়।

পরে স্থানীয়রা মতিউরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নূর মহল তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোটবোন রিয়া মনি বাংলানিউজকে জানান, ভাইয়ের মৃত্যুর খবর শুনে গাজীপুর থেকে ছুটে এসেছেন তারা।

তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।