ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিলুপ্ত ছিটমহলসহ প্রায় ৪শ’ ইউপিতে ভোট সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বিলুপ্ত ছিটমহলসহ প্রায় ৪শ’ ইউপিতে ভোট সোমবার

ঢাকা: বিলুপ্ত ছিটমহলসহ দেশের প্রায় ৪০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) সোমবার (৩১ অক্টোবর) ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে।

এ উপলক্ষ্যে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এরইমধ্যে ১২টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার আগের নির্বাচনের সময় স্থগিত কেন্দ্রে পুনরায় ভোট, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের জয় নির্ধারণ, আইনি জটিলতা এবং বেশ কিছু শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
এক্ষেত্রে স্থগিত কেন্দ্রের জন্য ২০২টি ইউপি, সমঃভোট প্রাপ্ত প্রার্থীদের ৬৫টি ইউপি, আইনি জটিলতায় স্থগিত ৩০টি ইউপি, আগের তফসিল থেকে বাদ দেওয়া ২৭ টি ইউপি এবং ৬৯টির শূন্য পদে বিভিন্ন ইউপির ভোট হবে।

এগুলোর মধ্যে বিলুপ্ত ২২ টি ছিটমহলেও নির্বাচন হবে। সবমিলিয়ে প্রায় ৪০০ ইউপিতে ভোটগ্রহণ করা হচ্ছে ওইদিন।

ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান বাংলানিউজকে বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন।

‘এবার বেশকিছু ছিটমহলেও নির্বাচন হচ্ছে। আশাকরি সুষ্ঠু নির্বাচনই হবে। ’

গত মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে দেশের নবম ইউপি নির্বাচন করেছে ইসি।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ইইউডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।