ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ফেনীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর স্টার লাইন পাম্পের পেছন থেকে তাদের আটক করা হয়।

আটকরা ‍হলেন- সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামের মো. নাছির মেম্বরের ছেলে মো. নাজিম উদ্দিন শাকিল ও একই গ্রামের মৃত সোলায়মান মিয়ার ছেলে মো. আবদুর রশিদ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীপুর স্টার লাইন পাম্পের পেছনে অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল, একটি শ্যুটারগান, দুটি বুলেট, শটগানের দুটি গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে জানান, এ ব্যাপ‍ারে থানায় মামলা হয়েছে। আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।