ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে সাংবাদিকদের ৫ দিনের কর্মশালা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
যশোরে সাংবাদিকদের ৫ দিনের কর্মশালা সম্পন্ন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরে মাঠ পর্যায়ে সাংবাদিকতায় গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুর ২টায় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা’র মিলনায়তনে নিউজ নেটওয়ার্কের আয়াজনে ও ইউনাইডেট নেশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) আর্থিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সম্পাদক শহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার রেজাউল করিম, স্থানীয় সমন্বয়কারী সাংবাদিক ফারাজি সাঈদ আহম্মেদ বুলবুল।

কর্মশালায় যশোরের জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে ২০  জন সাংবাদিক অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এজেডএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।