ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীর চার রেস্টুরেন্টকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
রাজধানীর চার রেস্টুরেন্টকে জরিমানা

ঢাকা: রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে।
 
রোববার (৩০ অক্টোবর) বিকেলে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, ভোক্তা অধিকার অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রিট মো. সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, তেজগাঁওয়ের হাজী রেস্তোরাকে নোংরা পরিবেশ ও অবৈধ প্রক্রিয়ায় খাবার তৈরি করায় ব্যবস্থাপক আল আমিন শেখকে ৮০ হাজার টাকা, বনভোজন রেস্টুরেন্টকে একই অপরাধে ব্যবস্থাপক মো. সেলিম সরকারকে ৩০ হাজার টাকা, খাবার পণ্যের লেভেল ব্যবহার না করায় মহাখালীর খাবার দাবার রেস্টুরেন্টের ব্যবস্থাপক রুহুল আমিনকে ৫০ হাজার টাকা এবং শহীদ তাজ উদ্দীন স্বরণীর বি.জি প্রেস ক্যান্টিনকে মেয়াদ উর্ত্তীণ খাবার পণ্য বিক্রির দায়ে ব্যবস্থাপক মো. আবু তাহেরকে ১০ হাজার টাকা- মোট এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান আরও জানান, ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে ।
 
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসটি/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।