ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় পৌরসভা নির্বাচন সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
পাকুন্দিয়ায় পৌরসভা নির্বাচন সোমবার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন সোমবার (৩১ অক্টোবর)। এদিন ইটনা সদর ইউনিয়নে উপ-নির্বাচন ও জেলার পাঁচ উপজেলার আটটি কেন্দ্রে পুনঃভোট অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পাকুন্দিয়া পৌরসভার মেয়াদ শেষ হওয়ায় এ পৌরসভার সব পদে নির্বাচন হচ্ছে।

এছাড়া, ইটনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু হওয়ায় শুধু চেয়ারম্যান পদে নির্বাচন এবং তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নে তিনটি কেন্দ্র, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি একটি, রামদি ইউনিয়নের একটি, বাজিতপুরের কৈলাগ একটি, করিমগঞ্জের দেহুন্দা একটি ও কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের একটি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচনের সময় সহিংসতার কারণে এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিলো।

কিশোরগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।