ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কলারোয়ার ‌ইউপি নির্বাচনে ৫ ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
কলারোয়ার ‌ইউপি নির্বাচনে ৫ ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে উত্তর বহুরা এলাকায় পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরার সাতটি ইউনিয়নের ১০টি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ ও দুটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান বাংলানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাতজন পুলিশ সদস্য, দুইজন অস্ত্রধারী আনসার সদস্য ও ১৬ জন গ্রাম পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।  

এদিকে, হাইকোর্টের নির্দেশে রোববার (৩০ অক্টোবর) রাতে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের চারটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।