ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে বিষাক্ত মদ পানে নিহতের সংখ্যা বেড়ে ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
রংপুরে বিষাক্ত মদ পানে নিহতের সংখ্যা বেড়ে ৪

ঢাকা: রংপুরে বিষাক্ত মদ পানে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় গোলাপ নামে আরো একজন আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- রংপুরের পূর্ব মহিন্দ্রগ্রামের আবু বক্করের ছেলে আনোয়ারুল ইসলাম, একই গ্রামের তোফাজ্জেলের ছেলে শাহজাহান, তালতলা এলাকায় ছয়রুদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ ও কল্যাণীগ্রামের মৃত মনিরুদ্দিনের ছেলে মুজিবর রহমান।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, যে দোকান থেকে এগুলো কেনা হয়েছিলো সে দোকানদারকে আটক করা হবে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬/ আপডেট: ১৩৩৬ ঘণ্টা

এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।