ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এনায়েতপুরে নকল লুঙ্গি ও লেবেলসহ ২ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এনায়েতপুরে নকল লুঙ্গি ও লেবেলসহ ২ ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে নকল লুঙ্গি ও লেবেলসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৩১ অক্টোবর) ভোরে এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যবসায়ীরা হলেন-এনায়েতপুর গ্রামের ইমান আলী হাফেজের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও গোপীনাথপুর গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকের ছেলে আসাদুল ইসলাম (৪০)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বাংলানিউজকে জানান, কাপড় ব্যবসায়ী নুরুল ইসলাম ও আসাদুল দীর্ঘদিন ধরে ক্ষুদ্র তাঁতীদের কাছ থেকে লুঙ্গি কিনে হিমালয় কোম্পানির লেবেল লাগিয়ে বাজারজাত করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে শতাধিক লুঙ্গি ও ২ বস্তা লেবেল উদ্ধার করা হয়। এ সময় ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।