ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় বাল্যবিয়েকে লাল কার্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বরগুনায় বাল্যবিয়েকে লাল কার্ড

বরগুনা: বরগুনায় বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখানো বিষয়ক সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা সদর উপজেলার সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

বরগুনার অতিরিক্ত জেলা প্রসাশক ও সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহা. বশিরুল আলাম।
 
অনুষ্ঠানে আলোচক ছিলেন, স্থানীয় সরকার বিভাগ বরগুনার উপ পরিচালক মো. শামসুদ্দৌজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু, সোনাখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেইজিনা ইয়াসমিন লুনা প্রমুখ।

উপজেলা গভর্নেন্স প্রজেক্টের সহযোগিতায় বরগুনা উপজেলা পরিষদ ও সোনাখালী মাধ্যমিক বিদ্যালয় এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে জারি গান ও নাটিকার মাধ্যমে বাল্যবিয়ের কুফল সর্ম্পকে সচেতন করা হয়। পরে সবাইকে বাল্যবিয়ের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।