ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

পিরোজপুর: পিরোজপুরে মাদক মামলায় স্বপন দত্ত ওরফে সাফা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত স্বপন জেলা সদরের মূলগ্রামের মৃত কার্তিক দত্তের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ নভেম্বর রাতে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার লক্ষণকাঠি এলাকা থেকে ২৪৭ বোতল ফেনসিডিলসহ স্বপনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা। পরে ওই রাতেই নেছারাবাদ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন র‌্যাবের ডিএডি বোরহানউদ্দিন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।