ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হকের জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হকের জামিন নামঞ্জুর

হবিগঞ্জ: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
 
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আইনজীবীর মাধ্যমে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন আরিফুল হক।

শুনানি শেষে দুপুরে বিচারক মো. তাবুল্লাহ আবেদন নামঞ্জুর করে আগামী ৮ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
 
২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে  গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ ৫ জন। পরে ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।