ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোল বন্দরে চুরির অভিযোগে শ্রমিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বেনাপোল বন্দরে চুরির অভিযোগে শ্রমিক আটক

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের পণ্যগুদাম থেকে আমদানি পণ্য চুরি করার অভিযোগে রনি হোসেন (৩৫) নামে এক বন্দর শ্রমিককে আটক করেছে নিরাপত্তা কর্মীরা।

 

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে চুরি করা আমদানি পণ্যসহ বন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সদস্য রনিকে আটক করে পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়।

তিনি শার্শার ইছাপুর গ্রামের ফয়জুল্লার ছেলে।

বন্দরের নিরাপত্তায় থাকা আনসারের পিসি এস এ বিশ্বাস বাংলানিউজকে জানান, বন্দরের ১৪ নম্বর পণ্যাগার থেকে যন্ত্রাংশ চুরি করছিলেন রনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রনিকে আটক করা হয়। এসময় তার কাছে চুরি করা যন্ত্রাংশ পাওয়া যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ওই শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজেডএইচ/বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।