ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সহিংসতার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
সহিংসতার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি (সিলেট): দেশব্যাপী চলমান সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

সম্মিলিত সাংস্কৃতিক জোট শাবিপ্রবি শাখার আহ্বায়ক তৌহিদ জাহান অমির সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন-বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা,  জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষার, শাবিপ্রবি শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাশ, সুপা সভাপতি আশরাফুল বারি অভি, শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি চৌধুরী আমির হামজা প্রমুখ।

কর্মসূচি সঞ্চালনায় করেন মাভৈঃ আবৃত্তি সংসদের সভাপতি কাসিব মুন্না।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।