ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে আরো ১৩ হাজার করদাতা বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ময়মনসিংহে আরো ১৩ হাজার করদাতা বাড়ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে আরো ১৩ হাজার করদাতা বাড়ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।

 

তিনি জানান, মঙ্গলবার (০১ নভেম্বর) নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়ামে ৭ দিনব্যাপী করমেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

এবারের কর মেলায় আরো ১৩ হাজার করদাতা বাড়বে।

কর অঞ্চল ময়মনসিংহে এবার কর আদায় হয়েছে ২৩২ কোটি টাকা। আগামীতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩২৫ কোটি টাকা।

ময়মনসিংহ বিভাগীয় কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, ২০১০ সাল থেকে আয়কর মেলা শুরু হয়। আগে এ মেলা হতো শুধু বিভাগীয় শহরে। এখন বিভাগীয় শহরের বাইরেও করমেলা চলছে। ময়মনসিংহের ভালুকা ও মুক্তাগাছা উপজেলায় দু’দিনব্যাপী করমেলা অনুষ্ঠিত হবে।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় কর অঞ্চল ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিটিএল’র উপ-মহাসচিব বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, অতিরিক্ত কর কমিশনার আলহাজ ফজলুর রহমান, যুগ্ম কর কমিশনার শেখ শামীম বুলবুল, সহকারী কর কমিশনার সারোয়ারুল হক বিশ্বাস, এস এম মেহেদী হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।