ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
সিলেটে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

সিলেট: সিলেটে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের পর বাংলাদেশে ফেরত আসার সময় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)।

 

সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় সীমান্তের ১২৬৩ নং মেইন পিলারের তিন নম্বর সাব পিলার সংলগ্ন নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাইফুল গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের আব্দুল আজিজের ছেলে।

সিলেট বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েক হাফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন সাইফুল। বর্ডার ক্রস করে ফেরার পথে তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছে দুই হাজার ৭শ ৫০ রুপি জব্দ করা হয়। সন্ধ্যায় তাকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এনইউ/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।