ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে আ’লীগ ১২, বিএনপি ৫, স্বতন্ত্র ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
নোয়াখালীতে আ’লীগ ১২, বিএনপি ৫, স্বতন্ত্র ১

নোয়াখালী: নোয়াখালীতে ২৩টি ইউনিয়নের মধ্যে ১৮টির ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ১২টিতে আওয়ামী লীগ, পাঁচটিতে বিএনপি এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) রাত ১০টায় জেলা সিনিয়র অফিসার মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।

বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীরা হলেন- সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে আমির হোসেন বাহাদুর, কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে নুরনবী, সোনাইমুড়ী উপজেলার অম্বর নগর ইউনিয়নে আক্তার হোসেন দুল, বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাপুর ইউনিয়নে আরিফুর রহমান, রসুলপুর ইউনিয়নে নুর হোসেন সেলিম, বেগমগঞ্জ ইউনিয়নে কামাল হোসেন, জিরতলী ইউনিয়নে রফিকুল ইসলাম মিলন, রাজগঞ্জ ইউনিয়নে সেলিম চৌধুরী, দূর্গাপুর ইউনিয়নে আবেদ সাইফুল, আলাইয়াপুর ইউনিয়নে আনিছুর রহমান, শরীফপুরে আমিনুর রসুল মিন্টু, সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে কামরুজ্জামান পলাশ।

বিএনপি প্রার্থীরা হলেন- বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে খলিলুর রহমান চৌধুরী, হাজীপুর ইউনিয়নে তরিক উল্যা জিন্নাহ মিয়া, নরোত্তমপুর ইউনিয়নে হারুন অর রশিদ চৌধুরী, সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে আনোয়ার হোসেন বাহার, বীজবাগ ইউনিয়নে বাকের হোসেন।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থী হলেন- বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।