ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে উচ্ছেদ অভিযান

হামলার অভিযোগ এনে হকারদের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
হামলার অভিযোগ এনে হকারদের মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটে হকার উচ্ছেদের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় হকারদের পক্ষে হাসান মোহাম্মদ সিরাজ এ মামলা দায়ের করেন।

পল্টন থানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে গুলিস্তানের পাতাল মার্কেটে হকার উচ্ছেদে অভিযান চাল‍ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় অভিযান পরিচালনাকারীদের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ০১ নভেম্বর ২০১৬
এসজএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।