ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে অনুপ্রবেশকারী ১৫ নারী-পুরুষ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
বেনাপোল সীমান্তে অনুপ্রবেশকারী ১৫ নারী-পুরুষ আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় নারী, পুরুষ ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

 

মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভারতীয় অংশের  ইছামতি নদী পার হয়ে আসার পথে বেনাপোল সীমান্তের দৌলতপুর মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।  

আটকদের মধ্যে দুই শিশু, পাঁচ নারী ও আটজন পুরুষ। তাদের বাড়ি চট্টগ্রাম, সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলার বিভিন্ন অঞ্চলে বলে জানা গেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনাপোলের দৌলতপুর থেকে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান পাচারকারীরা।
২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার আজমত খান বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হবে।  

পুলিশ পরে তাদের যশোর আদালতে সোপর্দ করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজেউএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।