ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় কাত্যায়নী পূজা উপলক্ষে সংবাদ সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
মাগুরায় কাত্যায়নী পূজা উপলক্ষে সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে কাত্যায়নী পূজা উদযাপন পরিষদ।

প্রতিবারের মতো এ বছরও বৈচিত্র্যময় প্রতিমা নির্মাণ, দৃষ্টি নন্দন গেট প্যান্ডেল ও আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আগামী ৬ নভেম্বর (রোববার) থেকে শুরু হবে এ পূজাৎসব।

মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা লতা কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। া

কাত্যায়নী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক পংকজ কুমার কুণ্ডু সংবাদ সম্মেলনে পূজা উৎসবের নানা দিক তুলে ধরেন।  

তিনি জানান, বিশেষ করে ৬ থেকে ৯ নভেম্বর পর্যন্ত পূজা চলাকালীন দর্শনার্থীদের জন্য মাগুরা শহর জুড়ে ব্যাপক পুলিশ, র‌্যাব ও বিজিবির নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ বছর শহরের জামরুলতলা, ছানার বটতলা, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী, নতুনবাজার, সাতদোয়া আশ্রম ও বাটিকাডাঙ্গাসহ ১৪টি এবং জেলায় ৮৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।  

পূজাকে কেন্দ্র করে ফার্নিচার, বস্ত্র, হস্ত ও কুঠির শিল্পের মাসব্যাপী মেলা চলবে। এ ছাড়াও পুতুল নাচ ও যাদু প্রদর্শনসহ থাকবে নানা আয়োজন। দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে এ বছর পূজা উদযাপন কমিটি প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এসব কর্মসূচি গ্রহণ করেছে।  

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- কনক কুমার ও পার্থ সারথী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।