ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রিপল হত্যা মামলার ২ আসামি অস্ত্রসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
কুষ্টিয়ায় ট্রিপল হত্যা মামলার ২ আসামি অস্ত্রসহ গ্রেফতার

কুষ্টিয়া: কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়ায় ট্রিপল হত্যা মামলার অন্যতম দুই আসামি আওয়ামী লীগ নেতা মজিদ মেম্বার ও মেহেদী হাসানকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মজিদ ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও মেহেদী হাসান একই এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে।
 
র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী উপজেলার চড়াইকোল বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃতদের হত্যা মামলা, অস্ত্র এবং মাদকদ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও চাপাইগাছী বিলের দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ে ইমান আলী মণ্ডল (৪২) ও শাহাজুদ্দিন (৪৫) নামে দুইজন নিহত হয়।

পরে ৯ অক্টোবর সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকাইল (৬৫) নামে আহত আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ইমান আলীর চাচাতো ভাই কামরুল হাসান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ৭৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।