ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাত্রছাত্রীদের ভোর সাড়ে ৫টায় ঘুম থে‌কে উঠতে বললেন ওবায়দুল কা‌দের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
ছাত্রছাত্রীদের ভোর সাড়ে ৫টায় ঘুম থে‌কে উঠতে বললেন ওবায়দুল কা‌দের ফাইল ছবি

ঢাকা: ছাত্র‌ছাত্রীদের‌ ভোর সা‌ড়ে ৫টার ম‌ধ্যে ঘুম থে‌কে ওঠার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের।

তি‌নি নি‌জেও ভোর সাড়ে ৫টার ম‌ধ্যে ঘুম থে‌কে ওঠেন জা‌নি‌য়ে ব‌লেন, আমাদের প্রধানমন্ত্রীও ভোর সা‌ড়ে ৫টায় ঘুম থে‌কে ওঠে যান।

সারাদিন সফলভাবে কাজের জন্য এর কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপু‌রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যা‌ন্টি‌নে নি‌জের ছাত্রজীব‌নের স্মৃ‌তিচারণ কর‌তে গিয়ে এই উপদেশ দেন মন্ত্রী। ঢাবি বাংলা বিভা‌গের সা‌বেক এ ছাত্র নেতা ছাত্রলী‌গের রাজনী‌তি কর‌তেন। এক পর্যা‌য়ে বাংলা‌দেশ ছাত্রলী‌গের সভাপ‌তিও ছি‌লেন।

ওবায়দুল কা‌দের বেলা ১২টা থে‌কে ১টা পর্যন্ত একঘণ্টা মধুর ক্যা‌ন্টি‌নে ছাত্রলীগ নেতা-কর্মীসহ সাধারণ ছাত্র‌দের স‌ঙ্গে তার ছাত্র জীবনের স্মৃ‌তিচারণ করেন।

ব‌লেন, ভোরে ঘুম থে‌কে উঠলে সারা‌দি‌নে অ‌নেক সময় পাওয়া যায় এবং কাজও বেশি করা যায়। এ বিষয়টি কাজে লাগাতে হবে।

ছাত্রলী‌গের সোনালী অতীতের কথা স্মরণ ক‌রে ওবায়দুল কা‌দের, ছাত্রলীগ নেতা-কর্মীদের বি‌ভিন্ন আন্তর্জা‌তিক ম্যাগা‌জিন পড়ার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পাঠ্য পড়াশনার ওপরও সমান গুরুত্ব চাই।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসএ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।