ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জেএসসি পরীক্ষা দেওয়া হলো না জাকিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
জেএসসি পরীক্ষা দেওয়া হলো না জাকিয়ার ছবি-ফাইল ফটো

দিনাজপুর: ইচ্ছা থাকলেও মঙ্গলবার (০১ নভেম্বর) থেকে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিতে পারেনি বখাটের ধারালো অস্ত্রের আঘাতে আহত দিনাজপুরের স্কুলছাত্রী জাকিয়া সুলতানার (১৩)।

জাকিয়া দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী।

সে চলতি জেএসসি পরীক্ষার্থী ছিল।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৭ সেপ্টেম্বর সকালে ইব্রাহিম নামে এক বখাটে বাড়িতে প্রবেশ করে জাকিয়াকে একা পেয়ে কুপিয়ে জখম করে।

বর্তমানে জাকিয়া ঢাকার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, জাকিয়ার ওপর হামলাকারী বখাটে ইব্রাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার সহপাঠীরা।

জাকিয়ার বাবা জমসেদ আলী বাংলানিউজকে জানান, জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসার খরচ যোগাতে গিয়ে বেশ সংকটে রয়েছেন তিনি। শত কষ্ট হলেও তবু মেয়েকে সুস্থ দেখতে চান তিনি।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, ঘটনার দিনই ইব্রাহিমকে আটক করা হয়েছে। ওই ঘটনার মামলায় বর্তমানে আসামি কারাগারে রয়েছে।

তিনি জানান, মেয়েটি ঢাকায় চিকিৎসাধীন থাকায় মেডিকেল সনদ পেতে সময় লাগছে। তাই মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে সময় লাগছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।