ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৭ দিনব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
ময়মনসিংহে ৭ দিনব্যাপী আয়কর মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে সাত দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়ামে এ মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

ময়মনসিংহ বিভাগীয় কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার ফজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলী আকবর, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য লোকমান চৌধুরী, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিটিএল’র উপ-মহাসচিব, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, জেলা ট্যাক্সেস বারের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক সজল ইসলাম।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, দেশ ও সমাজের উন্নয়নে সবাইকে সঠিকভাবে কর দিতে হবে। দেশ ও জাতির স্বার্থে করের পাওনা পরিশোধ করতে হবে।

বাংলাদেশ সময় ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএএএম/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।