ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
রাজধানীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাজারো গাড়ি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মিজান (৩৮) ও মোস্তফা (৪৮)।

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে বিষয়টি বাংলানিউজকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (এসি, মিডিয়া) এএসএম হাফিজুর রহমান।

তিনি জানান, সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গ্রেফতার হওয়া মিজান ও মোস্তফার কাছ থেকে থেকে এক হাজার ৩০১ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি পাজারো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-০২-১৭৪৪) উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা ফেনসিডিলসহ পাজারো গাড়িটি নিয়ে যশোর থেকে গাবতলী হয়ে ধানমন্ডি আসে। ধানমন্ডির ১১/এ রোডে তাদের গাড়ি তল্লাশি করে ভেতরে থাকা সাদা একটি প্লাস্টিকের বস্তা থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
পিএম/আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।