ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

থানার চিত্র পাল্টে গেছে: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
থানার চিত্র পাল্টে গেছে: ডিএমপি কমিশনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগের তুলনায় থানার বর্তমান চিত্রে অনেক পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, আগের তুলনায় থানার চিত্র পাল্টে গেছে।

এখন উর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত থানা পরিদর্শনে যাচ্ছেন।  

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

পল্টন মডেল থানাকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দুইটি পিকআপভ্যান হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ সদস্যরা দিন-রাত পরিশ্রম করছেন। জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন বাধা-বিপত্তিতেও আমাদের কাজের গতি শ্লথ হয়নি। কারণ হচ্ছে আমাদের দেশপ্রেম, দায়িত্ববোধ এবং পেশাদারিত্ব।

তিনি আরো বলেন, আইন যথাযথভাবে প্রয়োগের ক্ষেত্রে আমি দল, মত, জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি বিবেচনায় কখনও পিছ পা হই না। অপরাধী ধরার ক্ষেত্রে আমি যে কোনো চাপকে অতি সহজেই অগ্রাহ্য করতে পারি কারণ প্রধানমন্ত্রী আমাকে এভাবেই কাজ করার নির্দেশ দিয়েছেন।

এ সময় আল-আরাফাহ ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে না পারলে চোর, ডাকাত, ছিনতাইকারী ও টেন্ডারবাজদের দৌরাত্ম বৃদ্ধি পাবে। এসব গাড়ি জনগণের কাজে ব্যবহৃত হবে। আমরা চেষ্টা করবো নগরবাসীর নিরাপত্তার কাজে এগুলো ব্যবহার করার জন্য।  
অনুষ্ঠানে ডিএমপি এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
পিএম/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।