ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে বগুড়ায় জাতীয় যুব দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
নানা আয়োজনে বগুড়ায় জাতীয় যুব দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’ প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় পালন করা হয়েছে জাতীয় যুব দিবস।  
 
মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের তিনমাথাস্থ যুব উন্নয়ন অধিদফতর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 
 
শোভাযাত্রাটি তিন মাথা হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়।  
 
পরে সেখানে জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকারের সভাপতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন।  
 
বিশেষ অতিথি হিসেবে জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বক্তব্য রাখেন।  
 
পরে প্রধান অতিথি যুব মেলার উদ্বোধন করেন।  
 
পাশাপাশি প্রধান অতিথি জেলার ১২টি উপজেলায় যুব কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের দুই লাখ ৩০ হাজার টাকার ১২টি চেক ও যুব ঋণের ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন।  
 
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।