ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে গুলিস্তানের ফুটপাথ দখলমুক্ত করার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
২৪ ঘণ্টার মধ্যে গুলিস্তানের ফুটপাথ দখলমুক্ত করার নির্দেশ

ঢাকা: রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান ও পার্শ্ববতী এলাকার ফুটপাথ অবৈধ দখলমুক্ত করতে এবার উকিল নোটিশ পাঠানো হয়েছে চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দখলমুক্ত না করলে রমনা, বংশাল, কোতোয়ালি ও সূত্রাপুর থানার ওসির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে মামলা করবে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।


 
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ স্বাক্ষরিত এ উকিল নোটিশগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো হয়।

এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ দখলমুক্ত করতে হবে গুলিস্তানসহ আশপাশের ফুটপাথ। এর ব্যত্যয় ঘটলে আইন অবমাননাকারী হিসেবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে ডিএসসিসির পক্ষ থেকেও হাইকোর্টের নির্দেশ প্রতিপালনের আহ্বান করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।