ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মা ইলিশসহ কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
রাজশাহীতে মা ইলিশসহ কারেন্ট জাল জব্দ

রাজশাহী: রাজশাহী মহানগরীর বড়কুঠির সামনে পদ্মা নদীতে ৩০টি মা ইলিশসহ ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জব্দ করেন।

আলমগীর কবির বাংলানিউজকে বলেন, মঙ্গলবার বিকেলে মহানগরীর বড়কুঠির সামনে পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় বিজিবি সদস্য এবং পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

অভিযানকালে অবৈধভাবে মা ইলিশ ধরার জন্য ব্যবহৃত ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে অভিযানের আগেই বিষয়টি টের পেয়ে জেলেরা সটকে পড়েন। ফলে কাউকে আটক করা যায়নি।

জব্দ করা জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলেও জানান আলমগীর কবির।

বাংলাদেশ সম: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।