ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

থাপ্পড়ে পুলিশের কানের পর্দা ফাটালেন ছাত্রলীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
থাপ্পড়ে পুলিশের কানের পর্দা ফাটালেন ছাত্রলীগ নেতা

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আক্তার হোসেন থাপ্পড় দিয়ে এক পুলিশ সদস্যের কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

আহত ওই পুলিশ সদস্যের নাম সেলিম মাতুব্বর। তাকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে আক্তার হোসেন তার মামা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদারের সঙ্গে সদর হাসপাতালে চিকিৎসক দেবাশীষ সাহার কক্ষে যান। তারা দেবাশীষ সাহার কাছে এক রোগীর আঘাতের চিকিৎসাজনিত সনদ চান। কিন্তু চিকিৎসক রোগী ছাড়া সনদ দিতে অপারগতা জানালে আক্তার হোসেন চিকিৎসককে অপদস্থ করেন।

এ সময় সেখানে চিকিৎসা নিতে আসা শরীয়তপুর জেলা প্রশাসকের বাসভবনে দায়িত্বরত পুলিশ সদস্য সেলিম মাতুব্বর তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আক্তার ওই পুলিশ সদস্যকে ‍মারধর করেন। এর একপর্যায়ে থাপ্পড়ে পুলিশের ডান কানের পর্দা ফেটে যায়। পরে তাকে আশপাশের লোকজন জরুরি বিভাগে নিয়ে যায়।

হাসপাতালের নাক কান ও গলা বিশেষজ্ঞ ইমরান খান জানান, পুলিশ সদস্য সেলিমের কান দিয়ে রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, খবর পেয়ে ‍আহত সেলিমকে দেখতে হাসপাতালে আসেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার তানভীর হাসান।

অপরদিকে, ছাত্রলীগ নেতা ‍‌আক্তারকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে তিনি পলাতক রয়েছেন।

শরীয়তপুরের সিভিল সার্জন মশিউর রহমান বলেন, আক্তার হোসেন প্রায়ই হাসপাতালে চিকিৎসকদের কাছ থেকে অন্যায়ভাবে চিকিৎসা সনদ নিতে চান। কেউ দিতে অস্বীকৃতি জানালে তাঁদের ওপর চড়াও হন। এ কারণে তিনি আজ চিকিৎসক দেবাশীষ সাহাকে অপদস্থ করেন। এর প্রতিবাদ করলে একজন পুলিশ সদস্যকে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেন।

এ বিষয়ে শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা করা হবে। অভিযুক্ত আক্তারকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।