ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

৭০ ইউপিতে আ’লীগ ৪৭, বিএনপি ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
৭০ ইউপিতে আ’লীগ ৪৭, বিএনপি ৬

ঢাকা: ছিটমহলসহ ১৭০টি ইউনিয়নে সোমবার (৩১ অক্টোবর) চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মঙ্গলবার (১ নভেম্বর) পর্যন্ত ইসি সমন্বয় করেছে ৭০টি ইউপির ফল।

এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ৪৭, বিএনপি ৬, জাতীয় পার্টি ২টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১৫টি ইউপিতে জয় পেয়েছে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বাংলানিউজকে জানান, সোমবার প্রায় (৩১ অক্টোবর) চারশ’ ইউপির ভোটগ্রহণ হয়েছে। এরমধ্যে ১৭০টিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন। অবশিষ্টগুলোতে বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। নির্বাজনের পূর্ণাঙ্গ ফলাফল এখনো মাঠ পর্যায় থেকে আসেনি।

এদিকে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ১৭০টি ইউপির মধ্যে ৭০টির ফলাফল সমন্বয় করা হয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ ৪৭টিতে, বিএনপি ৬টিতে, জাতীয় পার্টি ২টিতে এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৫টি ইউপিতে জয় পেয়েছেন।

এ নির্বাচনে ভোট পড়েছে ৭৮ শতাংশের কাছাকাছি। সব মিলিয়ে ৯ লাখ ২৮ হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে ৯ লাখ ১১ হাজার ৫৬৪ জন ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৭৭ দশমিক ৫৭ শতাংশ।

গত মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে নবম ইউপি নির্বাচন করেছে ইসি। এতে প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ, চতুর্থ ধাপে ৭৭ শতাংশ, পঞ্চম ধাপে ৭৬ দশমিক ৮ শতাংশ ও ষষ্ঠ ধাপে ৭৬ শতাংশ ভোট পড়েছিল।

সে সময় ছয়ধাপে মোট ২৬৭০ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী, ৩৭২ ইউপিতে বিএনপির প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা ৮৮০ ইউপিতে জয় পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি-জেপিসহ কয়েকটি দলও কিছু ইউপিতে জয় পেয়েছিল।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।