ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাপ্তাহিক শরণী সম্পাদক আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
সাপ্তাহিক শরণী সম্পাদক আর নেই

বগুড়া: বগুড়া প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও সাপ্তাহিক শরণী সম্পাদক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহ আলম আর নেই (ইন্নালিল্লাহি ...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

শাহ আলমের মৃত্যুতে বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের নেতারা গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন।

মঙ্গলবার (০১নভেম্বর) বাদ জোহর শহরের করোনেশন স্কুল মাঠে তার নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ নামাজগড় গোরস্থানে দাফন করা হয়।

শাহ আলম বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম টোকন, দৈনিক বগুড়া’র সম্পাদক রেজাউল করিম বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়নের বাবা। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিবৃতিদাতারা হলেন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, মিলন রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, জিয়া শাহীন, আব্দুর রহিম বগরা, যুগ্ম সম্পাদক জিএম সজল, আব্দুস সালাম বাবু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু, সাহিত্য সম্পাদক জেএম রউফ, পাঠাগার সম্পাদক তানসেন আলম, ক্রীড়া সম্পাদক জাফর আহমেদ মিলন, নির্বাহী সদস্য রেজাউল হাসান রানু, মোহন আখন্দ, ঠান্ডা আজাদ,মাসুদুর রহমান রানা, আরিফ রেহমান, আমজাদ হোসেন মিন্টু, নাজমুল হুদা নাসিম, রউফ জালাল, মীর্জা সেলিম রেজা, সাজ্জাদ হোসেন পল্লব প্রমুখ।

বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউফ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ও জেলা আ.লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু আহম্মেদ নাসীম পাভেল, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্য সহিদুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, শহর যুবলীগ সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া গীতি চর্চা সঙ্গীতালয়ের পরিচালক তাপসী দে, সম্পাদক এইচ আলিম, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া নাট্যদলের সভাপতি মীর্জা আহছানুল হক দুলাল।

বিবৃবিতে এসব সংগঠনের নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

সোমবার (৩১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বগুড়া শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমবিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।