ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লামায় অপহৃত ৪ শ্রমিক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
লামায় অপহৃত ৪ শ্রমিক উদ্ধার

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় অপহরণের চার ঘণ্টা পর চার শ্রমিককে উদ্ধার করেছে গ্রামবাসী।

 

এদিকে, এসময় স্থানীয়দের গণপিটুনিতে দুই অপহরণকারী নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে।

তবে পুলিশ এখনো এর সত্যতা স্বীকার করেনি।

মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড হারগাজা ফকিরখোলা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এর ঘণ্টা চারেক পর স্থানীয়রা তাদের উদ্ধার করে।

অপহৃতরা হলেন- মাইনুর আলম (৩৭), জাবের আহমেদ (৩৩), মো. জহির (৪০) ও কালা পুতু (৩৫)। তারা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় জনগণ ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাংলানিউজকে জানান, ওই চারজনসহ বেশ কয়েকজন শ্রমিক রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাছা এলাকার একটি সাইটে নির্মাণ কাজ করছিলেন। এসময় অস্ত্রধারী দুর্বৃত্তরা এসে চার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের খবর পেয়ে গ্রামবাসী দুর্বৃত্তদের ধাওয়া করে জঙ্গল ঘেরাও করে অপহৃতদের উদ্ধার করে। ঘটনার সময় অপহরণকারীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এসময় তাদের গণপিটুনিতে দুই অপহরণকারীর মৃত্যু হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন চার শ্রমিককে অপহরণের পর উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।