ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ৫টি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
কালীগঞ্জে ৫টি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারো বাজার ইউনিয়ন থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৩২১ বোতল ফেনসিডিল, ৭৯৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা বুধবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।

আটক ব্যক্তিরা হলেন-কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আবুল কাশেমের দুই ছেলে সোহান হোসেন (২৬) ও সোহেল রানা (২৮), একই গ্রামের শামসুল আলমের ছেলে কনক (১৮) এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার ভায়রাগাতি গ্রামের রওনক আলীর ছেলে জামাল হোসেন (১৯)।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনির আহমেদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে মাদক ও অস্ত্র বেচা-কেনা হচ্ছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় দেশি একটি রিভলবার, চারটি পাইপগান, ফেনসিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
এর আগে ২৭ অক্টোবর বারো বাজার রেলওয়ে মাছের আড়‍ৎ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বারো বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ পাঁচজনকে আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬/আপডেট: ১২২২ ঘণ্টা
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।