ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-নলডাঙ্গা সরদারপাড়ার আহম্মদ সরদারের ছেলে মাহাতাব উদ্দিন (৩৬), মৃত কাঁচু প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম ও মণ্ডলপাড়ার মৃত তামেজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, ওই তিনজন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক মাহাতাব ও রফিকুল ইসলামকে ছয় মাস করে এবং মোশারফকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।